কালীগঞ্জে শ্রী শ্রী বাসন্তী পূজা ও অষ্টমী স্নান অনুষ্ঠিত।
মাহফুজুর রহমান (জাবেদ)
ঢাকা বিভাগীয় ব্যুরো।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌর শ্মশান পরিচালনা কমিটির উদ্যােগে ৫ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু হয়। ৩ই এপ্রিল থেকে ৭ ই এপ্রিল রোজ সোমবার রাত৭:৩০ মিনিটে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্তি হবে। আজ ৫ই এপ্রিল শনিবার সকালে গঙ্গা পূজা ও মহা অষ্টমী স্নান এর মাধ্যমে মহা অষ্টমী পূজা সকল থেকে শুরু হয়েছে। পৌর শ্মশান পূজা উদযাপন কমিটির সভাপতির সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন বাবু বিশ্বজিৎ আর্চার্যের । পূজায় উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য খাইরুল আহসান (মিন্টু),কালীগঞ্জ পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী, কালীগঞ্জ হিন্দু, বৈদ্য, খ্রিস্টান, কল্যাণ ফন্টের কালীগঞ্জ উপজেলার সভাপতি প্রদীপ কুমার মিত্র পূজারী বৃন্দদের শুভেচ্ছা বিণিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন সহ আইন শৃঙ্খলা বাহিনির সদস্যরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ৫ই এপ্রিল শনিবার সকালে গঙ্গা পূজা ও মহা অষ্টমী স্নান এর মাধ্যমে মহা অষ্টমী পূজা শুরু হলে সারা দেশের ন্যায় গাজীপুর, নরসিংদী ও আশেপাশের কয়েক জেলার হিন্দু ধর্ম অবলম্বী নারী পুরুষ পূর্ণ স্নান এর উদ্দেশ্যে কালিগঞ্জ পৌর শ্মশান ঘাট সম্মুক্ষে শীতলক্ষ্যা নদীতে স্নান করতে আসে এ সময় এখানে দর্শনার্থী সহ স্নানকৃত নারী পুরুষ এর ঢল নামে।পাশাপাশি সকাল থেকেই পূজার অর্চনা শুরু হয়। কালিগঞ্জের শীতলক্ষ্যায় এ যেন মিলন মেলায় পরিণত হয়। খুব সুশৃঙ্খল ও আইনশৃঙ্খলা মেনে কোন আপত্তিকর ঘটনা ছাড়াই পূজার কাজ চলমান আছে।পাশাপাশি কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তিলকটেকে পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজা উদযাপন করা হচ্ছে । কালীগঞ্জে মুসলিম, হিন্দু , খ্রিস্টান তিন জাতির সমন্বয়ে হাজার বছরের জনপথ। প্রতিটি ধর্মের লোক নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন।