সিরাজগঞ্জের সলঙ্গায় কর্মমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়
মোঃ সুজন মিয়া
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ
সিরাজগঞ্জের সালঙ্গা হাটি কুমরুল গোল চত্বর থেকে কর্মমুখী জনগণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত মাধ্যমে জরিমানা আদায় করেছে।
রবিবার ৬ এপ্রিল হাটি কুমরুল গোল চত্বর এলাকা থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির৷ এর বিরুদ্ধে উল্লাপাড়া উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
উল্লাপাড়ায় বেশ কয়েকটি টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমান পরিচালনা করে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী তিনটি মামলা দায়ের করা হয় ও প্রতিষ্ঠান গুলো থেকে মোট আট হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ হাসনাত, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার, হাটি কামরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।