ফিলিস্তিনি গণহত্যা ও ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে গজারিয়া মুন্সিগঞ্জ বিক্ষোভ মিছিল
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
কক্সবাজার ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর চলমান নির্বিচার গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক বিক্ষোভ মিছিল। আজ সোমবার সকালে গজারিয়ায় মুন্সিগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মিছিলের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন। বিক্ষোভে শত শত মানুষ অংশগ্রহণ করেন। ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’, ‘ইসরাইলের নৃশংসতা বন্ধ করো’, ‘গণহত্যার বিচার চাই’—এই ধরনের বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।বক্তারা বলেন, “ইসরাইলের বর্বরতা আর সহ্য করা যায় না। বিশ্ব সম্প্রদায়কে এখনই এগিয়ে এসে এই মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে হবে।” তারা আরও জানান, ফিলিস্তিনি শিশু ও নারীদের উপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।বিক্ষোভ শেষে এক শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন নেতৃবৃন্দ। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি ইসরাইলের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।