রাজশাহী গোদাগাড়ী উপজেলায় উপ প্রশাসনিক কমকতাকে বাঁচাতে সাংবাদিকদের হয়রানি মুলক মামলা প্রতিবাদে মানববন্ধন
মোঃ নাসির উদ্দিন
রাজশাহী বিভাগীয় ব্যুরো
সম্প্রতি গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও তার কাজের মেয়ে রুবিনা’কে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দৈনিক জনকণ্ঠ’র গোদাগাড়ী প্রতিনিধি মো: অলিউল্লাহ্-সহ বেশ কয়েকজন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মী।ঘটনার পর তারা সংবাদ প্রকাশ করেন।প্রকাশিত সংবাদ সহ সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এতে ক্ষুব্ধ হয়ে ইউএনও’র যোগসাজশে দেয়া হয় সংবাদকর্মীদের নামে মিথ্যা মামলা। মামলার পর সাংবাদিকরা জামিন পেলেও প্রশাসন সহ বিভিন্ন মহল থেকে চলছে একের পর হুমকি।
এরই প্রেক্ষিতে মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধসহ দোষী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবন গেটে গোদাগাড়ীর স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গোদাগাড়ীর সাধারণ জনগণ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ ও তার আগের ইউএনও’র রাইট হ্যান্ড খ্যাত উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনা মামলা করেছেন।যদিও ঘটনার পর রুবিনাকে হাফিজুল বিয়ে করেছেন। মামলার পর থেকেই স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। আ’লীগের দোসর উপ প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর’র এমন কর্মকান্ডের পরেও বহাল তবিয়তে থাকায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাসহ সমাজের অনিয়ম তুলে ধরায় হামলা মামলার শিকার হয়। তেমনি একটি ঘটনায় গত ১ মার্চ গোদাগাড়ী মডেল থানায় ও ৬ এপ্রিল রাজশাহীর আদালতে পৃথক ২ টি মামলা করে উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনা। গত ২৭ ফেব্রুয়ারী হাফিজুর রহমান কাজের মেয়ে রুবিনার অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জনতার হাতে আটক হয়। মানববন্ধন থেকে ওই মিথ্যা মামলা প্রত্যাহার, ইউএনও ফয়সাল আহমেদ ও চরিত্রহীন কর্মকর্তা হাফিজুরের অপসারণের দাবী জানানো হয়।অবিলম্বে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।মানববন্ধনে দৈনিক জনকণ্ঠ’র গোদাগাড়ী প্রতিনিধি মো: অলিউল্লাহ সহ আমার দেশ প্রতিনিধি সাইফুল ইসলাম, কালবেলা’র মোহাম্মদ জামিল, সংগ্রাম’র আব্দুল খালেক, সময়ের আলো’র আবু তাহের, মানবকণ্ঠ’র মানিক হোসেন, নববাণী’র মনিরুল ইসলাম, উপচার’র সারোয়ার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।