রাস্তা তৈরির ১০ বছরেও মেরামত করা হয়নি।
মশিউর রহমান
রংপুর বিভাগীয় ব্যুরো।
নীলফামারী জেলার সৈয়দপুর থানার আওতাধীন আদানি মোড় থেকে দলুয়া চৌধুরী পাড়া পর্যন্ত মোট পাঁচ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে তিন কিলোমিটার রাস্তা এ পর্যন্ত মোট চার বার মেরামত করা হয়েছে কিন্তু দুই কিলোমিটার রাস্তা এ পর্যন্ত একবারও মেরামত করা হয়নি রাস্তাটি মেরামত না করার কারণে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে তাই রাস্তা মেরামতের কাজে নিয়োজিত সওজ এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের অধীনে নিযুক্ত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে এবং রাস্তাটি সংস্কার করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে।