”সেবার ব্রতে চাকরি” বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ তৃতীয় দিন সম্পন্ন।
মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ ০৮ এপ্রিল ২০২৫ তারিখ সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৫ এর ২য় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩য় ও শেষ দিনের ইভেন্ট পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পাবনা, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়াসহ সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাবৃন্দসহ মেডিকেল বোর্ডের সদস্যগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন ।