আমি ক্ষুধা
লেখক মো. সাইদুল ইসলাম
কষ্টে চিন্তে যায় সময়
ফুঁড়িয়া যায় বেলা,
আমি ভীষণ ক্ষুধা
সমাজের সবাই করে অবহেলা।
নিন্দা করে সবাই আমায়
এই সমাজে বন্ধু কেউ নয়,
উড়তে পারিনি তোদের মত করে নিতে
রবে দিল ক্ষুধাই
এর জন্য আমি নাকি সমাজের বোঝা।
মজা করে অনেকে বলে
কি হবে কবি কাব্য কবিতা লিখে,
তুই হলিত জগৎ ক্ষুধা
কে আসবে তর সনে।
ক্ষুধা বলে আমায় কথায় কথায়
ভীষণ করে অপমান,
নিন্দা কথার ভীষণ জ্বালা
প্রাণটা নিয়ে যায়।
সাধ জাগে মনে অনেক
কিন্তুু নেই গো তেমন সাজ!
ভরপুর ছিল লেখা কাগজে
কিন্তু কে জানে গো
আমার কপাল পোড়া।
দেওপুর গ্রাম
বরাহাট্রা, নেত্রকোনা।