সুন্দর পরিবেশ কালীগঞ্জে এস.এস.সি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত।
মাহফুজুর রহমান জাবেদ
ঢাকা বিভাগীয় ব্যুরো।
গাজীপুরের কালীগঞ্জে সাধারণ শিক্ষা বোর্ডে ০৩টি কেন্দ্রে ও ৩টি ভেন্যুতে ০৬টি স্কুলে ও মাদ্রাসা বোর্ডে ১টি মাদ্রাসায় এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সকাল যথারীতি সারাদেশের ন্যায় কালীগঞ্জে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সুন্দর, উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পরীক্ষা আরম্ভ হয় । কালিগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সহ ৩টি কেন্দ্রে ছয়টি স্কুলে মধ্যে প্রায় ২৬০৭জন ও দূবাটি এম ইউ কামিল মাদ্রাসায় ৪৯৮জন পরীক্ষার্থী সহ মোট পরীক্ষার্থী ৩১০৫ জন। এর মধ্যে ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষার সময় অনুপস্থিত ছিল। কালিগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখার সময় দৈনিক দেশ রূপান্তর এর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নোমান কে অনেক অভিবাক বলেন পরীক্ষা কেন্দ্র নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। বিশেষ করে মোক্তারপুর ইউনিয়নের উত্তরপ্রান্তে অবস্থিত ১টি পরীক্ষা কেন্দ্রের ও ১টি ভেনুতে ২টি স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেমন নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় ও বাগুন উচ্চ বিদ্যালয় দুইটির অবস্থান কালীগঞ্জের সর্ব উত্তরে পাশাপাশি গ্রামে কেন্দ্র দুটির ব্যবধান সর্বোচ্চ ২কিলোমিটা হওয়ায় মুক্তারপুর ইউনিয়নের সর্ব পূর্ব ডেমরা, সাওরাইদ থেকে ছাত্রছাত্রী আসা ও জাঙ্গালিয়া ইউনিয়ন এর পুনসহি, ছাতিয়ানী সহ বিভিন্ন স্কুল থেকে পরীক্ষার আসা ও জামালপুর ইউনিয়নের একটি কেন্দ্র আর একটি ভেন্যু হল রাবেয়া উচ্চ বিদ্যালয় যার দূরত্ব কোয়াটার কিলোমিটার হওয়ায় এবং দুটি স্কুলের অবস্থান কালীগঞ্জের সর্বপূর্বে ,অন্যদিকে কালিগঞ্জ সদরে কালিগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্র ও পাশের একটি ভেন্যু কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যার দূরত্ব কোয়াটার কিলোমিটার। যেখানে কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় থেকে থেকে অনেক পরীক্ষার্থীর অংশগ্রহণ অত্যন্ত কষ্টসাধ্য বিদায় তাদের এই পরীক্ষার সময় যাতায়াত সমস্যার সম্মুখীন হতে হয়। এ বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তর্নিমা আফ্রাদ এর সদয় দৃষ্টির কামনা করেন এবং ভবিষ্যৎ পরীক্ষার্থীর যাতায়াত সময়ের দিকে চিন্তা করে কালীগঞ্জের পরীক্ষার কেন্দ্র ও ভেন্যু বিন্যাসের সমতা ও নির্যতার ভিত্তিতে এবং বৈষম্যহীন করার জন্য অনুরোধ জানান।