বিনা বেতনে ইলেক্টিশিয়ান নামে নিয়োগ প্রদান।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
Breb এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি --- Ssc/Hsc পাশ করা হাজারো যুবক কে সার্কুলারের মাধ্যমে ট্রেনিং করিয়ে বিনা বেতনে ইলেক্টিশিয়ান নামে নিয়োগ দিয়েছিলেন। বাংলাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির শতভাগ বিদ্যুতায়নে ইলেক্টিশায়ানদের অফুরন্ত ভূমিকা রয়েছে। একজন বেতনভুক্ত লাইনম্যান এর সমপরিমাণ কাজ করিয়েছেন। আমরা ইলেক্ট্রিশিয়ান গন গ্রাহকের হাউজ ওয়্যারিং নিশ্চিত করে গ্রাহকের কাছ থেকে মুজুরী নামক নামমাত্র কিছু টাকা গ্রহণ করি। যেখানে পল্লী বিদ্যুৎ লাইনের বিভিন্ন অভিযোগ সারানো, বকেয়া আদায় সহ অফিসের কাজে সহযোগিতা করে আসছি।নতুন সংযোগের ওয়্যারিং এর কাজ করে কিছু টাকা মুজুরী নিয়ে আমরা গ্রাহকদের বিভিন্ন তাগিদের সম্মুখীন হই।কারন বেশির ভাগ সময় অফিসে তার এবং মিটার সংকটের কারনে সংযোগ দিতে দেরি হয়।তখন আমরা ইলেক্ট্রিশিয়ান গন গ্রাহকদের সান্ত্বনা দিয়ে অফিসের ভাবমূর্তি স্থিতিশীল রাখার চেষ্টা করি। এদিকে ২০০ টাকা ওয়্যারিং এর মুজুরী নিয়ে গ্রাহকদের কাছে বাটপার সাজি আমরা ইলেক্ট্রিশিয়ান গন। কিছু দিন পূর্বে Breb কর্তৃক একটি অফিস অর্ডার করা হয়।গ্রাহক সেবা সহজী করনের লক্ষ্যে ইলেক্টিশিয়ানদের ছবি সহ নামের তালিকা অফিসের দৃশ্যমান স্থানে তালিকা স্থাপন করার কথা উল্লেখ থাকলেও আমাদের কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াইল জোনাল অফিসে তা করা হয় নাই।কারন তারা Breb এর অফিস অর্ডার মানতে রাজি নই। ইলেক্টিশিয়ান গন পল্লী বিদ্যুৎ সমিতির পিছনে এত ত্যাগ দেওয়ার পরেও বর্তমান সময়ে কোন ইলেক্টিশিয়ান এর সঙ্গে আলোচনা না করে হোট করে অনলাইন সার্ভার থেকে ইলেক্ট্রিশিয়ান এর নাম ও ফোন নাম্বার এর অপশন রিমোভ করে দিলেন।তার কারনে হাজারো ইলেক্টিশিয়ান দুঃখ প্রকাশ করছি। এবং আপনার সু-দৃষ্টি কামনা করছি।যে বেকারত্ব দুরি কারনে সহযোগিতা করে নতুন সংযোগের অনলাইন সার্ভারে হাজারো যুবকের স্বপ্ন পুনরায় ফিরিয়ে দিতে আপনার সু মর্জি হয়।