মোঃ রবিউল ইসলাম কে কুপিয়ে আহত করেছে আমিরুল মেম্বার ও তার লোকজন।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
গজারিয়া থানা বাউশিয়া ইউনিয়ন এর চোদ্দকাউনিয়া গ্রামের সন্তান মোঃ রবিউল ইসলাম কে কুপিয়ে আহত করেছে আমিরুল মেম্বার ও তার লোকজন। গজারিয়া থানার ইমামপুর ইউনিয়ন এর হোগলাকান্দি গ্রামের কুক্ষাতো সন্ত্রাস আমিরুল মেম্বার ও তার বড় ছেলে সুমন এর নেত্রিত্বে তার লোকজন মিলে রবিউল ইসলাম নামে এক নিরীহ লোককে তার নিজ বাড়িতে কুপিয়ে আহত করেছে।
এই ঘটনায় যানা যায় আমিরুল মেম্বার ও তার বড় ছেলে সুমন এর নেত্রিত্বে বাউশিয়া ইউনিয়ন এর চোদ্দকাউনিয়া গ্রামের লোকজন আলামিন,মামুন,জয়,সাকিব,জাহিদ,ফিরুজ ও রমজান ও ইমামপুর ইউনিয়ন এর হোগলাকান্দি গ্রামের কুক্ষাতো সন্ত্রাস আমিরুল মেম্বার, সুমন,সোহাগ, রিদয়,বাবু,শরিফ রানা,হামিম,ইয়ামিন,আরো ১৫ থেকে ২০জন মিলে পরিকল্পিত ভাবে দেশিয় অস্র সস্র, নিয়ে মোঃ রবিউল ইসলাম এর বাড়িতে সকালের খাবার খাওয়া অবস্থায় তাকে রান দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে তার ২ হাত ও ২পা কেটে জুলিয়ে দেয় ও মাথায় স্বজুরে আঘাত করে তাকে ফেলে দেয়।
রবিউল ইসলাম এর সাথে থাকা তার শ্যলোক মো সাহেদ প্রদান এগিয়ে এসে তাকে বাচাতে চাইলে তাকে এলোপাতাড়ি ভবে লোহার পাইভ দিয়ে পিটিয়ে তার শরিলের বিভিন্ন জায়গায় নিলা ফোলা জখম করে। তার সাথে থাকা তার বোন ও রবিউল ইসলাম এর স্ত্রী মোসা ছনিয়া আক্তার তার স্বামী কে বাচানোর চেষ্টা করলে তাকে ও সন্ত্রাসীরা এলোপাতাড়ি ভাবে রড দিয়ে পিটিয়ে আহত করে ও তার ঘরের জিনিস পএ লোট করে সব নিয়ে যায়।
তাদের আত্তো চিৎকারে এলাকার লোকজন আগাইয়া আসিলে তাদের মেরা ফেলার হুমকি দেওয়া হয়। এরপর তাদের হাতে পায়ে ধরে ভবেরচর সরকারি হাসপাতালে ইমারজেন্সি তে নেওয়া হয়।
সেখান কার ডক্টর রা তাকে নরমাল টিকমেন দিয়ে ইমারজেন্সি ঢাকা হাসপাতালে নেওয়ার পরমর্শ দেয়। প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই আমিরুল মেম্বার সন্ত্রাস গং ও মামুন গং দের আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও বিচারের দাবি জানাচ্ছি।