অস্ত্রের মুখে জিম্বি করে ভেকু গাড়ি ডাকাতি
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ নং কয়রা ইউনিয়নের চড়ুই মোড়ি পার্কের ইটভাটা থেকে বেকুর ড্রাইভার ও মালিক কে জিম্বি করে।১১-৪-২০২৫ তারিখ আনুমানিক রাত ১ টায় বেকু গাড়িটি ডাকাতি করে নিয়ে যায়। বেকুর মালিক রেজাউল করিম বলেন, প্রতিদিনের মতো ড্রাম টাক দিয়ে মাটি ভাটায় নেওয়া আনা করেন। কিন্তু ড্যাম ট্যাকের মত মনে হলেও পরে দেখতে পারে রোবট গাড়ি নিয়ে তারা হঠাৎ ১৫ থেকে ২০ জন মুখোশধারী মানুষ আমাদেরকে জিম্বি করে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে ১৫ থেকে ২০ জন বেকু গাড়ি ডাকাতি করে রোবট গাড়িতে করে নিয়ে যায়।
এদের মধ্যে দুইজনকে চিনতে পারে তারা হলেন, শরিফুল ইসলাম ও তার সালোক আজিজুল কে চিনতে পারি তারা বেকু মেশিন রোবট গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর আমরা চিৎকার করতে থাকি আমাদের চিৎকার শুনে আশেপাশের মানুষ ও ভাটার লোকজন এগিয়ে আসে আমাদের উদ্ধার করলে। সকালবেলা শরিফুল নিজেই ফোন দিয়ে বলে আমি বেকু গাড়ি নিয়ে এসেছি। তাদের কাছে নগদ 50’000 টাকা ছিল সে টাকা টাও অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ ডাকাতি করে নিয়ে যায়।