ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলে নেই কোন বাধা,,,
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
গজারিয়ায় আনারপুরা বাসষ্টান্ডে বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহতসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মশিউর রহমান (২৫) পিতা লুইফর রহমান গ্রাম কাটাবাড়ি রংপুর সদর বলে জানাযায় ।
উল্লেখ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলে নেই কোন বাধা,ইচ্ছে মতো চলছে তারপর উল্টো পথে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি বাসষ্টান্ড এলাকায় অটো সিএনজি দিনভর নিজেদের মতো চলছে দেখার কেউ নেই,হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম চোখে পড়ে না,তবে একমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গোমতী সেতু এলাকার গজারিয়া অংশে তাদের চোখে পড়ে,প্রতিদিন একই স্হানে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায় ।