কলমাকান্দায় বিদ্যুৎষ্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজন কিবরিয়া ইব্রাহিম
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামে নাসির উদ্দিন (৩০) নামের এক ব্যাক্তি শনিবার দুপরে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঐ ব্যাক্তি মৃত্যু হয়েছে। তিনি কৃষক আতাব উদ্দিনের ছেলে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে নামলে পুকুরে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে নাসির বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, “নাসির উদ্দিনের মৃত্যু খুবই দুঃখজনক।