মুন্সীগঞ্জ পৌর বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি। :
মুন্সীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪ টার দিকে শহরের শিলমন্দি এলাকায় পালকি কমিউনিটি সেন্টার এ পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।
মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু'র সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন এর সঞ্চালননায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, জেলা জাতীয়তা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম মৃধা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ মীর।
পৌর ওয়ার্ড পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।