গজারিয়া তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ২ গ্রামের ভাটেরচর উচ্চ বিদ্যালয় ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জ গজারিয়া তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ২ গ্রামের ভাটেরচর উচ্চ বিদ্যালয় ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত। সোমবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল ছাত্রদের মারামারি, ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়,আনারপুরা ও বড়ই কান্দী ভাটেরচর এর ছাত্রদের মধ্যে এই ঘটনা ঘটে। অধিকাংশ ছাত্রই ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী। এই ঘটনায় দুই গ্রামের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি একপক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।