সিরাজগঞ্জে জোর পূর্বক বসতবাড়ী দখল করে মাদ্রাসা নির্মানের চেষ্টা,
মোঃ সুজন মিয়া
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রশাষনের ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জের উল্লাহপাড়ার হাওড়া গ্রামে বাহারামের ১৮ শতক জমি জোরপূর্বক দখল করে মাদ্রাসা নির্মানের অভিযোগ একই গ্রামের জিলিম প্রামানিক,আবুতাহের প্রাঃ, রাসেদ প্রাঃ, আফজাল, আতাউর, আঃ হামিদ, খলিলুর রহমান, পরবত , আঃ করিম , জাহাঙ্গীর ও বিল্লাল প্রামানিকের বিরুদ্ধ্যে , বাহারাম একই গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে , জানা যায় সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার হাওড়া গ্রামে পৈতিক সম্পত্তির ৫ ভাই ও এক বোনের ওয়ারিশ সুত্রে ১৮ শতক জমি প্রাপ্ত হয়ে উক্ত জমিতে বসতবাড়ী নির্মান করে দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে বসবাস করে আসছে , উক্ত বসত বাড়ীর মালিক একজন শান্ত প্রকৃতির লোক হওয়ায় প্রতিপক্ষের লোকজন সে সুযোগে জোর পূর্বক উক্ত বসতবাড়ী ভাংচুর ও বাড়ি সংলগ্ন পুকুর ও বাশঝাড় কেটে বিনাশ করেছে , উপায়ান্তর না পেয়ে বাদী বাহারাম সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যার নং ২৩০/২০২৫
বিজ্ঞ আদালত সাক্ষীগনের সাক্ষ্য গ্রহন ও তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রশাষনের পক্ষ্য থেকে ১৪৪/১৪৫ ধারা জারি করা হয় ,এর পরও থেমে নেই প্রতিপক্ষরা,বিভিন্ন সময়ে লাঠি ফালা সহ দেশীও অস্ত্র নিয়ে নিয়ে জোরপূবক নালিশি সম্পত্তি দখলের চেষ্ঠা করছে , এতে বাহারাম ও তার পরিবার চরম ঝুকিতে রয়েছে , সুষ্ঠ্য তদন্ত সাপেক্ষে নিজ দখলকৃত নালিশি সম্পত্তিতে স্বাধীন ভাবে বসবাস করতে প্রশাষনের কাছে সাহায্য চান তিনি ।