ময়মনসিংহের গৌরিপুরে জমি সংক্রান্ত ঝামেলায় ভাই-ভাতিজার হাতে বৃদ্ধ খুন
দ্বীপ চন্দ্র সরকার,
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো :
ময়মনসিংহের গৌরীপুরে বিক্রীত জমি ফেরতের ঘটনাকে কেন্দ্র করে মেজো ভাই তার ছেলেকে সঙ্গে নিয়ে বড় ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেজো ভাইকে পুলিশ আটক করেছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১৯এপ্রিল ২০২৫ ইং তাং শনিবার দুপুরে হিম্মতনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত আবেদ আলী (৬৫) ওই গ্রামের মৃত সমীর খার ছেলে। প্রত্যক্ষদর্শীদের তথ্যসূত্রে জানা যায়, মৃত সমীর খাঁর মেজো ছেলে ছাবেদ আলী (৬০) প্রায় ২০ বছর আগে বাড়ির প্রায় ২২ শতক ভিটে জমি বিক্রি করে অন্যত্র বসবাস করেন। এ অবস্থায় বিগতকয়েক বছর ধরে বিক্রীত জমি ফেরত দিতে বড় ভাই আবেদ আলীকে চাপ দিয়ে আসছিলেন। আবেদ আলী কোনোমতেই জমি ফেরত দিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে চরম বিরোধ সৃষ্টি হয়। শনিবার এ নিয়ে পুনরায় ঝগড়া শুরু হয়। এ নিয়ে দুই পরিবারের মাঝে প্রবল উত্তেজনা চলে। একসময় ছাবেদ আলীর স্ত্রী ও মেয়েরা মিলে আবেদ আলীর ওপর হামলা চালান। এ সময় আবেদ আলীকে তার স্ত্রী ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। এতেও শান্ত না হয়ে ছাবেদ আলী বাইরে থাকা ছেলে আমিরুলকে ডেকে আনেন। পরে ছাবেদ আলী ও তার ছেলে মিলে আবেদ আলীকে ঘর থেকে বের করে ব্যাপক মারধর করেন। এতে এক পর্যায়ে আবেদ আলী জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে আহত আবেদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকার লোকজন অভিযুক্ত মেজো ভাই ছাবেদ আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আবেদ আলীর মেয়ে ফাতেমা আক্তার বাবা হত্যার ঘটনায় চাচা ছাবেদ আলী ও তার ছেলে আমিরুলকে দায়ী করেন।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাজহারুল আনোয়ার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেজো ভাইকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।