উল্লাপাড়ায় বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন আজাদ কে হাতুড়ি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করায় উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল।
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন কে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে আহত করেছে জামায়েত ইসলামের ছাত্র শিবিরের নেতা কর্মীরা।
১৮ই এপ্রিল দুপুরে উল্লাপাড়া থানা গেটের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় বিএনপি নেতা আজাদ হোসেন আজাদকে প্রথমে উল্লাপাড়া কাওয়াক হসপিটাল ও সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হসপিটালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে পরে তাকে ঢাকার হসপিটালে হয়। এবং তাৎক্ষণিক বিএনপি নেতারা বিক্ষোভ মিছিল করে। এ সময় উপজেলা বিএনপির উদ্যোগে ১৯ এপ্রিল বিক্ষোভ মিছিল ঘোষণা করে এর ধারাবাহিকতায় আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ উল্লাপাড়া সলঙ্গা আসনের এম পি মনোনয় প্রত্যাশাী৷ কে এম শরফুউদ্দিন মঞ্জু, মোঃ একরামুল ফয়সাল শিবলু সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য, নিক্সন কুমার আমিন সদস্য সচিব উল্লাপাড়া উপজেলা যুবদল এছাড়া উপজেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।